মোছলেম-সুফিয়ান কোলাকুলি

0
222

পিভিউ ডেস্ক :  চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পর প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরুর পর নগরে এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন বিএনপি’র প্রার্থী আবু সুফিয়ান। এসময় সেখানে তার সঙ্গে বেশ ক’জন নেতা-কর্মীও ছিলেন।

এর কিছুক্ষণ পর ওই কেন্দ্রের সামনে আসেন আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ। পরে দুই প্রার্থী কোলাকুলি করেন।

মোছলেম উদ্দিনের সঙ্গে থাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ  বলেন, ভোটারদের লাইন দেখে দুই প্রার্থী সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here