পিভিউ ডেস্ক : ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ বলেছেন, মাস্টারদা সূর্য সেন ভারতের স্বাধীনতা আন্দোলনের হিরো ছিলেন। তার জন্মভিটেতে আসতে পেরে খুবই ভালো লাগলো।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে রাউজান কলেজ মাঠে মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। এ সময় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী রাউজান সফরে আসায় রিভা গাঙ্গুলি দাশকে রাউজানবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।
রিভা গাঙ্গুলি দাশ বলেন, মুজিব বর্ষে সমৃদ্ধ হবে তরুণ প্রজন্ম। তারা এ দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও জাতির পিতা সম্পর্ক জানতে পারবে। কারণ তরুণ প্রজন্মই একটি দেশের আগামী দিনের সম্পদ।
এর আগে বিকেল তিনটার দিকে রাউজানের নোয়াপাড়া এলাকায় মাস্টারদা সূর্য সেনের জন্ম ভিটায় যান। সেখানে মাস্টারদা স্মরণে স্থাপিত সমাধি সৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি পূর্ব গুজরার অন্নদা ঠাকুর আদ্যাপীঠ মন্দির পরিদর্শনে যান। সেখানে তাকে ফজলে করিম চৌধুরী এমপি, আদ্যাপীঠ মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ মজুমদার ও মহাসচিব শ্যামল কুমার পালিত স্বাগত জানান।