চবির সহকারী প্রক্টর হলেন জিয়াউল ইসলাম

0
234

পিভিউ ডেস্ক :   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এস এ এম জিয়াউল ইসলাম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তিনি সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেন।

চবি প্রক্টর এস এম মনিরুল হাসান মিডিয়াকে সহকারী প্রক্টর পদে এস এ এম জিয়াউল ইসলামের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এস এ এম জিয়াউল ইসলাম। এছাড়াও তিনি ২০১৩ সালে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগদান করেন। ২০১৬ সালে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here