পিভিউ ডেস্ক : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শনিবার (১১ জানুযারি) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ৬-৫৯ মাস বয়সী ৫ লাখ ৩০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চসিক জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
তিনি জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উচ্চহার বজায় রাখা, শিশুমৃত্যুর ঝুঁকি ও ভিটামিন ‘এ’ এর অভাবজনিত শিশুর অন্ধত্ব প্রতিরোধ এবং পুষ্টিবিষয়ক অন্যান্য কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়নই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের টিএন্ডটি কলোনি বিদ্যালয়ে ক্যাম্পেইন উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ২০টির বেশি ভ্রাম্যমাণ টিম বাস, রেল, লঞ্চ স্টেশন, নগরের প্রবেশমুখ সিটি গেট, কর্ণফুলী শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু, অক্সিজেন মোড়ে ভাসমান শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে।
গত ২২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে চসিক ৬-১১ মাসের ৭৮ হাজার ৫৯৯ এবং ১২-৫৯ বয়সের ৪ লাখ ৪৩ হাজার ৫৮২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ।
চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক বলেন, চট্টগ্রামে প্রতিবছর উৎসবমুখর পরিবেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। চসিকের পাশাপাশি এ সফলতার ভাগীদার গণমাধ্যম ও নগরবাসী।