পিভিউ আন্তজাতিক ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের কেউ হতাহত হয়নি জানিয়ে তেহরানের বিরুদ্ধে জোটবদ্ধ হতে রাশিয়া, চীনসহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে পাশে চাইলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার ভোরে ইরাকে দুটি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সৈন্যদের অবস্থানে ডজনখানেকের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার বদলা হিসেবে ইরাকের ইরবিল ও আইন আল আসাদ ঘাঁটিতে তাদের ছোড়া ১৫টি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৮০ ‘মার্কিন সন্ত্রাসী’ নিহত হয় বলে দাবি করেছিল ইরান।
তবে ওয়াশিংটনের সময় বুধবার সকালে হোয়াইট হাউজে জাতির উদ্দেশে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “ইরানের গত রাতের হামলায় কোনো আমেরিকান আঘাতপ্রাপ্ত হয়নি। আমাদের কেউই হতাহত হয়নি। আমাদের সব সৈন্য নিরাপদে আছে এবং আমাদের সেনা ঘাঁটিতে খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ২০১৫ সালে ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি বাতিল করে নতুন চুক্তির জন্য চীন ও রাশিয়াসহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে এমন একটি চুক্তির জন্য আমাদের কাজ করতে হবে, যেটা এই বিশ্বকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ করে।”