জামালখানে হচ্ছে কাচে খোদাই করা বঙ্গবন্ধুর ম্যুরাল

0
225

পিভিউ ডেস্ক :   ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামে ২০ মিমি টেম্পার গ্লাসে খোদাই করা একটি আকর্ষণীয় ম্যুরাল তৈরি হচ্ছে জামালখান সড়কে। শিল্পী প্রণব সরকার ম্যুরালটি তৈরি করছেন। ৩০ ফুট লম্বা ম্যুরালটির পাশে বিস্তৃতি ৮ ফুট।

দেশে এটিই প্রথম টেম্পার গ্লাসে খোদাই করা বঙ্গবন্ধুর ম্যুরাল উল্লেখ করে উদ্যোক্তা ও পরিকল্পনাকারী জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন মিডয়াকে বলেন, প্রথমে ১০ মিমি টেম্পার গ্লাসে শিল্পী প্রণব সরকারের আঁকা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছবি বিশেষ প্রক্রিয়ায় খোদাই করা হয়েছে। এরপর আরেকটি ১০ মিমি টেম্পার গ্লাস খোদাই করা গ্লাসটির পেছনে স্যান্ডউইচ (জুড়ে দেওয়া) করা হয়েছে। এরপর ভূমিকম্প বা অন্য কোনো কারণে ঝাঁকুনি হলে টেম্পার গ্লাস যাতে ভেঙে না যায় সে জন্য প্রয়োজনীয় এঙ্গেল, রাবার ইত্যাদির প্রটেকশন দিয়ে চূড়ান্তভাবে স্থাপন করা হচ্ছে।

তিনি জানান, ৪ ফুটের আটটি উন্নতমানের টেম্পার গ্লাস ব্যবহার করা হচ্ছে ম্যুরালে। মূল ছবির পাশে কাচের ওপর বঙ্গবন্ধুর জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলি লেখা হবে, যাতে শিক্ষার্থীরা একনজরে বঙ্গবন্ধুর ছবি হৃদয়ে গেঁথে নিতে পারে। বঙ্গবন্ধুর একটি সই স্মারক হিসেবে থাকবে এ ম্যুরালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here