পিভিউ ডেস্ক :যিশুর আগমনের প্রতীকী গোয়ালঘর তৈরি। ক্রিসমাস ট্রি সাজানো হলো। গির্জাগুলোর আলোকসজ্জা নজর কাড়ছে বেশ। শিশুদের জন্য সান্তার উপহার সামগ্রী থলেতে। রকমারি কেক, পিঠাপুলি তৈরি ও অর্ডারের ধুম পড়েছে। খ্রিষ্টপল্লির প্রতিটি বাড়ি সেজেছে নতুন রঙে বর্ণিল সাজে।
নগরের সবচেয়ে প্রাচীন পাথরঘাটার পবিত্র রানি জপমালার গির্জায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় বড়দিনের প্রথম প্রার্থনা হবে। ইংরেজিতে অনুষ্ঠিত এ প্রার্থনায় পৌরহিত্য করবেন ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনো।
রাত ১২টায় বাংলায় বড়দিনের প্রার্থনায় পৌরহিত্য করবেন আর্চবিশপ মজেজ কস্তা। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বড়দিনের তৃতীয় প্রার্থনা অনুষ্ঠিত হবে।
কারিতাসের আঞ্চলিক প্রধান জেমস গোমেজ মিডিয়াকে বলেন, বড়দিনকে ঘিরে খ্রিষ্টপল্লিতে নিরাপত্তা জোরদার করেছে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের পাথরঘাটা, জামালখান, পাহাড়তলী, ওআর নিজাম রোড, জুবিলি রোডসহ বিভিন্ন স্থানে ২০টি গির্জা রয়েছে। সেখানে বড় দিনের প্রার্থনা হবে।