‘নুরের ওপর বারবার হামলা কেন, খতিয়ে দেখা হবে’

0
215

পিভিউ ডেস্ক :   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সমর্থকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তার (নুর) ওপর কেন বারবার হামলা হচ্ছে, সেটি খতিয়ে দেখবো।’

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

৫ম এশিয়ান কনফারেন্স অব সোভিয়েত/ রাশিয়ান গ্র্যাজুয়েট ‘ভিপুস্কনিকি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে  সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (এসএএবি)।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পর ডাকসু নির্বাচন হয়েছে। ডাকসুর নেতৃত্বে এসেছে নুরুল হক নুর। তাই আমরা মনে করি ডাকসুকে ধরে রাখতে হবে। ভবিষ্যত রাজনীতিক এখান থেকে উঠে আসে। আমরা যেভাবে উঠে এসেছি। সেই জায়গা থেকে নেতাদের শূন্যতা আমরা দেখতে চাই না। সেজন্য ডাকসু প্রতিনিধিরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খল রাজনীতি করে সেটা আমরা প্রত্যাশা করবো।’

বিশিষ্টজনেরা বলছেন, নুর এ পর্যন্ত ৯ বার হামলার শিকার হয়েছেন। শুরু থেকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এর পুনরাবৃত্তি হতো না- এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘৯ বার না দুইবার সেটা আমরা জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো- তার ওপর হামলা হবে কেন?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here