পিভিউ ডেস্ক : ডাকসু ভবনে হামলায় আহত ভিপি নুরুল হক নূরকে হাসপাতালে দেখে এসে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
রোববার রাতে নানকসহ আওয়ামী লীগের নেতারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে নূরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের বিক্ষোভের মুখেও পড়তে হয় তাদের।
দুপুরে ডাকসু ভবনে ভিপির কক্ষে নূরসহ তার সহকর্মীদের উপর হামলা হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরাই নূরদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
হামলায় আহত নূরসহ ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা দিয়ে ১৪ জনকে ছেড়ে দেওয়া হলেও ১৪ জন এখন হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে তাকে আইসিইউতে রাখা হয়েছে।