পিভিউ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার-পরিজনকে ধৈর্য ধরে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেছেন, রাজাকারের তালিকার যাচাই-বাছাই করা হচ্ছে এবং সেখানে কোন মুক্তিযোদ্ধার নাম থাকবে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি স্পষ্ট বলে দিতে চাই কোন মুক্তিযোদ্ধাকে রাজাকার খেতাব দেয়া হবে না, হতে পারে না। এটা অসম্ভব। অন্তত আমার সময় না। এটা কোনদিন আমরা হতে দেব না।’
তিনি বলেন, যারা রাজাকার তাদেরতো আলাদা গেজেট করাই আছে। কাজেই এই তালিকা কোনমতেই রাজাকারের তালিকা না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাতে গণভবনে আওয়ামী লীগের আগামী ২০ ও ২১ ডিসেম্বরের কাউন্সিল উপলক্ষে আয়োজিত কার্যনির্বাহী সংসদের সভার সূচনা ভাষনে একথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবাযদুল কাদেরসহ সকল কার্যনির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা দুঃখ প্রকাশ করে বলেন,এটা চলে আসাতে (তালিকা প্রকাশ) খুব স্বাভাবিক একজন মানুষের কষ্ট লাগবে। যারা এত কষ্ট করলো, যাদের পরিবারের মানুষ শহীদ হলো, তারপর যারা মুক্তিযুদ্ধ করলো তাদেরকে যদি রাজাকার বলা হয়, এর চেয়ে দুঃখ ও কষ্টের আর কিছু থাকে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা দুঃখ পেয়েছেন আমি তাদেরকে বলবো, যেন শান্ত হোন এবং ক্ষমাসুন্দর চোখে দেখেন।’ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।