পিভিউ ডেস্ক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ২৪৭ কার্টন ‘ইজি লাইট’ ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে চট্টগ্রাম আসেন ফটিকছড়ির মোহাম্মদ ইকবাল হোসেইন তারেক। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম আন্তর্জাতিক আগমদ বিভাগের বেল্ট এলাকায় অবস্থান নিয়ে তাকে চ্যালেঞ্জ করে। এরপর তার ব্যাগেজ থেকে ২৪৭ কার্টন সিগারেট উদ্ধার করে।
আটক সিগারেট পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টম হাউসের উপ কমিশনার রিয়াদুল ইসলাম।