পিভিউ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ।
প্যারেড পরিচালনা করেন জেলা পুলিশ লাইনের আইআর অব পুলিশ মো. মহসিন।
রউফাবাদের সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ের একঝাঁক ছাত্রীর পরিবেশনা নজর কাড়ে সবার। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ভাষণ আর জয় বাংলা গানে চমৎকার পরিবেশনা ছিল তাদের। শেষে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
পুরস্কার পেয়েছে যারা
কুচকাওয়াজে অংশগ্রহণকারী বড় দলে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রথম, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় ও হাজি মুহাম্মাদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে।
ছোট দলের মধ্যে দামপাড়ার সিএমপি স্কুল অ্যান্ড কলেজ (প্রাথমিক শাখা) প্রথম, কাজীর দেউড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় ও নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় হয়েছে।
ডিসপ্লেতে চট্টগ্রাম জেলা শিশু একাডেমি, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ, খানসাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়, শহীদ মুক্তিযোদ্ধা এম শামসুল হক পাবলিক স্কুল, লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি শিশু পরিবার (বালিকা), কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ ও ফিরিঙ্গিবাজারের উপলব্ধি পুরস্কার পেয়েছে।