পিভিউ ডেস্ক : সর্বোচ্চ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হলে তার মুক্তি আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন দলটির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদার জামিন শুনানির একদিন আগে বুধবার বিকালে ঢাকায় এক আলোচনা সভায় এই হুমকি দেন বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এই সদস্য।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে কালকের দিনটার দিকে সমস্ত বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। সবার চোখ হচ্ছে আপিল বিভাগের দিকে। সকলের প্রত্যাশা হচ্ছে যে, দেশে যদি আইনের শাসন থেকে থাকে সত্যিকার অর্থে এই মামলার যে প্রেসিডেন্স বা নজির রয়েছে তাতে উনাকে (খালেদা জিয়া) জামিন না দেওয়ার কোনো সুযোগ নাই।
“তাহলে কী হবে আগামী দিন? বেগম জিয়ার আইনগত যে অধিকার, সেখান থেকে বঞ্চিত করে উনাকে যদি জামিন দেওয়া না হয়, উনি যদি সুবিচার না পান তাহলে বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের যে সিদ্ধান্ত নিয়ে রেখেছে সেটাই করবে।”