মাঠে গড়ালো বঙ্গবন্ধু বিপিএল

0
219

পিভিউ স্পোর্টস ডেস্ক : মাঠে গড়ালো বঙ্গবন্ধু বিপিএল। আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের টস দিয়ে মাঠে গড়ায় এ বিশেষ আসর।
আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপকে লক্ষ্য কওে আজ থেকে শুরু হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট আসর। সামনের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এবারের বিশেষ ‘বঙ্গবন্ধু বিপিএল’কে বেছে নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এবারের বিপিএল আয়োজন করার ঘোষনা অনেক আগেই দিয়ে রেখেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়াও জানানো হয়েছে, টি-২০ বিশ্বকাপের প্লাটফর্ম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’। এবারের আসর দিয়েই টি-২০ বিশ্বকাপের দলে সুযোগের পথ খেলোয়াড়দের জন্য।
গেল রোববার এবারের বিশেষ ‘বঙ্গবন্ধু বিপিএল’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে মনোমুগ্ধকার কনসার্টের আয়োজনও ছিলো। সেখানে পারফরর্ম করেছেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। যাদের পারফমেন্স মুগ্ধ হয়েছে ক্রিকেটপ্রেমি দর্শকরা।
এবারের বিপিএল আয়োজনের পুরো দায়িত্ব পালন করছে বিসিবি। বিভিন্ন সংস্থার স্পন্সর যুক্ত হয়েছে অংশ নেয়া সাতটি দলে। ১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে বিশেষ ‘বঙ্গবন্ধু বিপিএল’। তবে ফাইনালের জন্য ১৮ জানুয়ারি রির্জাভ-ডে রাখা হয়েছে।
বিসিবি একটি দলকে স্পন্সর করছে। সেটি হলো- কুমিল্লা ওয়ারিয়র্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সদের স্পন্সর আক্তার ফার্নিশার্স, ঢাকা প্লাটুনের স্পন্সর যমুনা ব্যাংক লিমিটেড, খুলনা টাইগারর্সদের স্পন্সর প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, আইপিসির স্পন্সর করছে রাজশাহী রয়্যালসের, রংপুর রেঞ্জার্সের স্পন্সর ইনস্পেটা ফার্মাসিউটিক্যালস। সিলেট থান্ডারের সাথে থাকছে জিভানি ফুটওয়্যার। এই সাতটি দলের পরিচালক হিসেবে রয়েছেন সাত বিসিবি পরিচালক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here