পিভিউ ডেস্ক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ অহিদুল আলম নামের যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে অহিদুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন। এটি ছিল কানেকটিং ফ্লাইট। গোপন সংবাদের ভিত্তিতে দোতলার বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় ওই যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এরপর আটক যাত্রী ও স্বর্ণের বারগুলো আইনি কার্যক্রম ও মামলার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।