পিভিউ ডেস্ক : দেখতে দেখতে জমে উঠেছে আউটার স্টেডিয়ামের বিজয় মেলা। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিকিকিনি। কম দামি নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা বেশি হওয়ায় মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের লোকজনের আনাগোনা বেশি এ মেলায়।
সরেজমিন দেখা গেছে, মেলার মূল আকর্ষণ মাটির তৈরি হাঁড়ি, পাতিল, ফুলদানি, শোপিস, মেয়েদের আকর্ষণীয় গহনা, শীতের শাল, ব্লেজার, সোয়েটার, জামদানি শাড়ি, থ্রিপিস, শিশুদের খেলনা, মুখরোচক খাবার, খেজুরের গুড়, রকমারি আচারের দোকানগুলোতে বিক্রেতাদের দম ফেলারও ফুরসত মিলছে না।
একটি স্টলের নাম ‘ভাবির সুখের সংসার’। যেখানে অ্যালুমিনিয়ামের কড়াই, পাতিল, কলসি, দা, বটি, পিঁড়ি, কাঠ, লোহা, ননস্টিক ও স্টিলের অত্যাবশ্যকীয় গৃহস্থালি পণ্য মিলছে। স্বাভাবিকভাবেই নারীদের ভিড় বেশি এ স্টলে।