পিভিউ আন্তর্জ াতিক ডেস্ক : ভারতের তেলেঙ্গানায় এক পশু চিকিৎসককে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার চারজনই পুলিশের সঙ্গে ‘এনকাউন্টারে’ নিহত হয়েছে।
হায়দরাবাদের শাদনগর এলাকার যে জায়গায় নয় দিন আগে ২৭ বছর বয়সী ওই তরুণীর পোড়া লাশ পাওয়া গিয়েছিল, সেখানেই বৃহস্পতিবার রাত ৩টার দিকে পুলিশের কথিত ওই ‘এনকাউন্টার’ ঘটে।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই চারজনকে গ্রেপ্তারের পর পুলিশ তাদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়েছিল তদন্তের জন্য।
সেখানে গ্রেপ্তাররা অস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় এবং তাতে চারজন নিহত হয় বলে সাইবারাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জনার ভাষ্য।
তেলঙ্গানার আইনমন্ত্রী এ ইন্দ্রকরণ রেড্ডিকে উদ্ধৃত করে আনন্দবাজার লিখেছে, “অভিযুক্তরা পুলিশের অস্ত্র ছিনতাই করে পালানোর চেষ্টা করে। গুলি চালায় পুলিশ। তাতেই মৃত্যু হয় অভিযুক্তদের। ভগবান অভিযুক্তদের শাস্তি দিয়েছে।”