পটিয়ায় বাসে আগুন, বাঁচলো যাত্রীরা

0
213

পিভিউ ডেস্ক :  পটিয়ায় শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন বাসভর্তি যাত্রীরা।

সোমবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পটিয়ার মনসা বাদামতল এলাকার তিন রাস্তার মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পটিয়া ফায়ার স্টেশনের ফায়ারম্যান মো. ইব্রাহিম মিয়া মিডিয়াকে জানান, ‘প্রেসিডেন্ট ট্রাভেলস’ পরিবহনের বাসটি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে এসি’র যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। এসময় বাসভর্তি যাত্রী ছিল।

জানা গেছে, বাসের পেছন দিকে আগুন লাগার ঘটনা টের পেয়ে চালককে জানানো হয়। চালক দ্রুত গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here