পিভিউ ডেস্ক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা ইসলামকে ঢাকা জেলার সভাপতি হিসেবে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
দলের নিয়ম অনুযায়ী আগামী দুই বছর সালমা ইসলাম এ দায়িত্বে থাকবেন। আগামী সাত থেকে দশদিনের মধ্যে সালমা ইসলাম ঢাকা জেলার কমিটি চূড়ান্ত করবেন।
সম্মেলনের প্রধান অতিথি জি এম কাদের বলেন, “দলকে সুসংগঠিত করতে হলে আমাদের শুধু নেতাকর্মীদের সংখ্যার দিকে তাকালেই হবে না। আমাদের মধ্যে সবচেয়ে বেশি দরকার ইউনিটি। আমরা জেলা কমিটি করে দেওয়ার পর দৃষ্টি রাখব। যিনি সভাপতি হলেন, তিনি প্রয়োজনমতো দল সাজাবেন। আমরা যদি মনে করি, কোনো ব্যক্তিবিশেষ দলকে শক্তিশালী করতে পারছেন না, তবে সেদিকে নজর রাখব।”