সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন

0
239

পিভিউ ডেস্ক :   দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় বর্তমান সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহাজাহান এর সভাপতিত্বে শুরু হয় সম্মেলনের কার্যক্রম।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, প্রধান বক্তা চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, বিশেষ অতিথি স্থানীয় এমপি মাহফুজুর রহমান মিতা।

বহুল প্রত্যাশিত সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পাশাপাশি সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন সেজন্য অপেক্ষা করছেন তারা।

সভাপতি-সাধারণ সম্পাদকসহ কমিটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নতুন মুখ আসতে পারে বলে জানা গেছে।

সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহাজাহান এবং সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আছেন বর্তমান সাধারণ সম্পাদক মো. আলী খসরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ জামিল ফরহাদ, উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আলাউদ্দীন বেদন, মাকছুদুর রহমান শাহীন, সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল, শাহেদ সারোয়ার শামীম, চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম এর নাম আলোচনায় আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here