পিভিউ ডেস্ক : চট্টগ্রামে এক ইউপি সদস্যসহ তিনজনকে আট হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর স্টেশন রোড এলাকা থেকে দুইজন এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চন্দনাইশ উপজেলা থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি মেহাম্মদ মহসিন জানান।
গ্রেপ্তার তিনজন হলেন- চন্দনইশ উপজেলার দোহাজারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য চন্দন ধর (৪৮), তার দুই সহযোগী মোহাম্মদ শাহেদ (৩৩) ও মোহাম্মদ মোর্শেদ (৩১)।
ওসি মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড থেকে চন্দন ও শাহেদকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চন্দনাইশ থেকে মোর্শেদকে ধরা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার কথা স্বীকার করেছে বলে জানান ওসি।