কোহলির সেঞ্চুরিতে বড় লিডের পথে ভারত

0
240
India's captain Virat Kohli plays a shot during the second day of the second Test cricket match of a two-match series between India and Bangladesh at the Eden Gardens cricket stadium in Kolkata on November 23, 2019. (Photo by Dibyangshu SARKAR / AFP) / IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE

পিভিউ স্পোটস ডেস্ক :   অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ইডেনে বাংলাদেশের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে বড় লিডের পথে এগোচ্ছে স্বাগতিক ভারত। দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৪ উইকেটে ২৮৯ রান করেছে টিম ইন্ডিয়া। ১৩০ রানে অপরাজিত আছেন কোহলি।
প্রথম দিন শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ১৭৪। কোহলি ৫৯ ও আজিঙ্কা রাহানে ২৩ রানে দিন শেষ করেছিলেন। রাহানে হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে আউট হন। তাকে বিদায় দেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। নাইম হাসানের ‘কনকাশন সাব’ হিসেবে খেলছেন তাইজুল।
রাহানে আউট হলেও টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। ১৭টি চারে ১৮৭ বলে ১৩০ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছেন কোহলি। তার সঙ্গী রবীন্দ্র জাদেজা ১২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের এবাদত ২টি, আল-আমিন ও তাইজুল ১টি করে উইকেট নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here