পিভিউ ডেস্ক : সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘চট্টগ্রাম ওয়াসার সুপেয় পানির প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে নগরবাসী অনেক ভোগান্তির শিকার হয়েছে। সুয়ারেজ ব্যবস্থা বাস্তবায়নেও অনেক ভোগান্তি রয়েছে। বৃহত্তর স্বার্থে এবং ভবিষ্যতে পরিকল্পিত নগর গড়তে নগরবাসীকে এই ভোগান্তি মেনে নিতে হবে। নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়।’
আ জ ম নাছির উদ্দীন বলেন,‘জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর চট্টগ্রামের উন্নয়ন নিজের হাতে তুলে নেন। এরপরই তিনি এ নগরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে নগরের সেবা সংস্থাগুলোকে প্রকল্প সহায়তা দিয়ে যাচ্ছেন।’
মেয়র বলেন, ‘পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে একটু সময় প্রয়োজন। অতীতে এই নগরের ২০ থেকে ২৫ শতাংশ মানুষ সুপেয় পানির সুবিধা ভোগ করতেন। চট্টগ্রাম ওয়াসা এ সমস্যার অনেকটা সমাধান করেছে। সুয়ারেজ ব্যবস্থা টোটালি ছিল না। এখন সুয়ারেজ ব্যবস্থার প্রকল্প গ্রহণ করেছে এবং তার প্রথম পর্যায়ের কাজের বাস্তবায়ন শুরু হয়েছে।’
ঢাকা উত্তর সিটি করপরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী কিভাবে সিটিকে সাজিয়েছে তা দেখতে। একমাত্র চট্টগ্রাম সিটি করপরেশনই নিজের পায়ে চলতে পেরেছে। তাই আমি বিদেশে না গিয়ে আগে নিজের ঘরেই শিখতে এসেছি। আমি দায়িত্ব নিয়েছি মাত্র আট মাস হয়েছে। সিটি স্যানিটেশনের মাধ্যমে প্রতিটি বাড়িতে কিভাবে পয়ঃনিষ্কাশনের সুবিধা দিতে পারি তা এখনো শিখছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী ঢাকাকে সুন্দর রাজধানী গড়তে সকলের সহযোগিতা কামনা করছি।’