বিপথে গেলে কাউকে ছাড়বো না, যুবলীগকে প্রধানমন্ত্রী

0
219

 পিভিউ ডেস্ক :  সন্ত্রাস, মাদক, দুর্নীতিতে জড়িতদের প্রতি কোনো সহানুভুতি থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিপথে গেলে সে যেই হোক আমি তাদের ছাড়বো না।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম কংগ্রেসে (সম্মেলন) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কেউ যদি বিপথে যায়, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক-দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সে যেই হোক আমি তাদের ছাড়বো না। তাদের প্রতি আমার কোনো সহানুভূতি থাকবে না।’

তিনি বলেন, ‘দিন-রাত পরিশ্রম করি দেশের মানুষের জন্য। এই দেশ জাতির পিতা শুধু স্বাধীন করেই যাননি, আর্ত-সামাজিক উন্নয়নের জন্য তিনি তার বুকের রক্ত দিয়ে গেছেন- এ কথাও সবাইকে মনে রাখতে হবে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দুর্নীতি করে টাকা বানাতে পারে, চাঁদাবাজি, সন্ত্রাসী করে অনেকে টাকা বানাতে পারে। এই টাকা দিয়ে হয়তো জৌলুস করতে পারে, চাকচিক্য বাড়াতে পারে, আন্তর্জাতিক বড় বড় ব্র্যান্ডের জিনিস পরতে পারে কিন্তু তাতে সম্মান পাওয়া যায় না।’

‘হয়তো মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখে কিন্তু সম্মান পাওয়া যায় না। সেটা দিয়ে মানুষের হৃদয়ও জয় করা যায় না। হয়তো নিজের ভোগের ভেতর দিয়ে একটা আত্মতুষ্টি পাওয়া যেতে পারে। কিন্তু দেশের মানুষের কাছে মর্যাদা পাওয়া যায় না। এটাই হচ্ছে বাস্তবতা।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ত্যাগের আদর্শ নিয়ে সবাইকে রাজনীতি করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘একটা দেশকে গড়ে তুলতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন যুব সমাজের মেধা, শক্তি, তাদের মননকে কাজে লাগানো- যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করবে দেশ গড়ার জন্য। একজন রাজনীতিবিদ যিনি হবেন তার সেই আদর্শ থাকতে হবে। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here