রোহিঙ্গা সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে: বান কি মুন

0
242

পিভিউ ডেস্ক :   জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়। এছাড়া রোহিঙ্গা সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

রাজধানীর হোটেল রেডিসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন বান কি মুন। বৈঠক শেষে বান কি মুন বলেন, বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তবে বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়। এছাড়া রোহিঙ্গা সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে মিয়ানমারে ফেরার বিষয়টি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলা করছে। তবে সম্প্রতি ঝড়, বন্যা মোকাবিলায় বাংলাদেশ দারুণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন জাতিসংঘের সাবেক মহাসচিব।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বান কি মুনের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন, এসডিজি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার ঢাকায় আসেন (২২ নভেম্বর) জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। শনিবার (২৩ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন তিনি।

এর আগে চলতি বছর ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। এছাড়া  ২০১১ সালে জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here