বিএনপির আন্দোলন মাঠে মারা গেছে : ওবায়দুল কাদের

0
218

পিভিউ ডেস্ক :   আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন মাঠে মারা গেছে। তারা আর ঘুরে দাঁড়াতে পারছে না।
তিনি বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। তারা আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে এখন গুজব ছড়াচ্ছে। তারা কোটা আন্দোলন, পেঁয়াজ, লবণ, চাল এবং পরিবহনের উপর ভর করে আন্দোলনরে ইস্যু করতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে। তাদের এই নেতিবাচক কমকান্ড নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
ওবায়দুল কাদের শুক্রবার ঙ্গবন্ধু এ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় বড় কথা বলেন। তার নিজের দলেই নিয়ন্ত্রণ নেই। তাদের দলের এক নেতা আরেক নেতার বিরুদ্ধে সমালোচনা করেন।
মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, যোগ্যতার ভিত্তিতে ত্যাগী ও যোগ্যদের দলের নেতা নির্বাচন করা হবে। প্রতিযোগিতার জন্য একজন আরেক জনের বিরুদ্ধে সমালোচনা করবেন না। বিতর্কিতরা নেতা হতে পারবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here