পিভিউ ডেস্ক : প্রতি কেজি লবণ ৩০ টাকার বেশি দরে বিক্রি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন।
বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে লবণ মিল মালিকদের সাথে এক বৈঠকে এ কথা বলেন।
চট্টগ্রাম ও কক্সবাজারে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, কেউ সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, “চট্টগ্রাম ও কক্সবাজারে সাড়ে তিন লাখ মেট্রিক টন লবণ মজুদ রয়েছে। সারদেশে আছে সাড়ে ছয় লাখ টন। এতে করে লবণের ঘাটতি হওয়ার কোনো শঙ্কা নেই।”