পিভিউ ডেস্ক : সাবেক গৃহযুদ্ধকালীন প্রতিরক্ষামন্ত্রী গোটাবায়া রাজাপাকসে (৭০) শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার পথে রয়েছেন।
রাজাপাকসে নির্বাচনের জয় দাবি করেছেন এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পরাজয় স্বীকার করে নিয়েছেন, কিন্তু সরকারিভাবে ফলাফল নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।
শ্রীলঙ্কার নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে।
দেশটির নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এক চতুর্থাংশ ভোট গণনার পর রাজাপাকসে ৪৮ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন এবং প্রেমাদাসা ৪৫ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে তাকে অনুসরণ করছিলেন।