বৃষ্টি বাধা পেরিয়ে বাংলাদেশকে ২২৪ রানে হারালো আফগানরা

0
256

পিভিউ স্পোর্ট স ডেস্ক : ট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিল সফরকারী আফগানিস্তান। স্বাগতিক বাংলাদেশকে ২২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রশিদ খানের দল। নিজেদের তৃতীয় টেস্টে এসেই দ্বিতীয় জয়ের দেখা পেল আফগানরা।

সোমবার চট্টগ্রামে সারাদিনই বৃষ্টি ছিল। দুপুরে একবার ২.১ ওভার খেলা হয়। এরপর আবারও বৃষ্টি নামে। বিকাল ৪টা ২০ মিনিটে মাঠ খেলার উপযুক্ত হলে আবারও খেলা শুরু হয়।

সর্বোচ্চ ১৮.৩ ওভার খেলার কথা ছিল। বাংলাদেশের হাতে ছিল ৪ উইকেট। কোনোভাবে এই ওভার কাটিয়ে দিলেই অন্তত ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ।

কিন্তু সাকিব আল হাসান প্রথম বলেই আউট হয়ে গেলে বিপদে পড়ে বাংলাদেশ। এছাড়া তাইজুল ইসলামকে ভুল আউট দিলে ড্রয়ের স্বপ্নও শেষ হয়ে যায় স্বাগতিকদের।

শেষ পর্যন্ত ১৫.১ ওভার খেলেই শেষ চার উইকেট হারায় স্বাগতিকরা। স্কোর বোর্ডে জমা হয় ১৭৩ রান। ফলে ২২৪ রানের বড় পরাজয় সঙ্গী হয় টাইগারদের।

এদিকে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করেন রশিদ খান। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here