পিভিউ স্পোর্ট স ডেস্ক : প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও সেভাবে লড়াই করতে পারল না বাংলাদেশ। প্রথম দুই ম্যাচই জিতে শ্রীলঙ্কা জিতে নিল সিরিজ। ৪৪ মাস পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল লঙ্কানরা।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ এক পর্যায়ে ৬ উইকেট হারিয়েছিল ১১৭ রানের মধ্যে। মুশফিকুর রহিমের অপরাজিত ৯৮ রান দলকে এনে দেয় মাঝারি পুঁজি। তবে সেই রান নিয়ে শেষ পর্যন্ত সেভাবে লড়াই জমিয়ে তুলতে পারল না বাংলাদেশ। আভিশকা ফার্নান্দোর দুর্দান্ত ইনিংস লঙ্কানদের এগিয়ে নেয় জয়ের পথে। বাকি কাজ সেরেছেন মেন্ডিস-ম্যাথিউস।