পিভিউ আন্তর্জ াতিক ডেস্ক : ব্রেক্সিট নিয়ে চলমান সংকটের মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই বরিস জনসন ঘোষণা দিয়ে বলেছেন, আমরা দেশকে শক্তি দিতে যাচ্ছি। একইসঙ্গে ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া) চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছি।
মঙ্গলবার (২৩ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই ‘নিউ ট্রয় লিডার’ বলেন, একটি নতুন কর্মশক্তিতে চলতে পারে এবার দেশ।
মঙ্গলবার প্রায় দুইমাসের ভোট আনুষ্ঠানিতা শেষে বরিস জনসন দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে বিপুল ভোটের ব্যবধানে টপকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও দপ্তর ‘১০ ডাউনিং স্ট্রিট’ নিজের দখলে নিয়ে নেন এই জনপ্রিয় ব্যক্তিত্ব।