পিভিউ ডেস্ক : নগরের হালিশহর ফইল্যাতলী বাজারে সিটি করপোরেশনের বহুতল আধুনিক কিচেন মার্কেটের নির্মাণকাজ শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৫ জুলাই)। ৩০ দশমিক ৮৪ গণ্ডা জমির ওপর ভবনটি নির্মিত হবে। ১০তলা ভবনটি নির্মাণে ব্যয় হচ্ছে ২০ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার টাকা।
মতবিনিময় করেন বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী কামরুজ্জামান, স্থপতি মুস্তাসিন মাহমুদ খান, প্রকৌশলী এমডি আশরাফুজ্জামান, সুপারভিশন ইঞ্জিনিয়ার আলামিন, প্রকৌশলী মো. ইব্রাহিম, প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. শাহরিয়ার ফজল প্রমুখ।
উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর নুরুল হক, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবয়াক প্রকৌশলী বিপ্লব দাশ, প্রকৌশলী গোফরান উদ্দিন, অলি আহমদ, আগ্রাবাদ কমপ্লেক্সের ঠিকাদার প্রকৌশলী মো. জসিম উদ্দিন, ফল্ল্যাতলী বাজার কিচেন মার্কেটের ঠিকাদার প্রকৌশলী ফয়সাল আকতার চৌধুরী, প্রকৌশলী মো. আবুল খায়ের প্রমুখ।
প্রজেক্টরের মাধ্যমে ফল্ল্যাতলী বাজার কিচেন মার্কেট ও আগ্রাবাদ কমপ্লেক্সের কার্যক্রম উপস্থাপন করেন চসিকের সহকারী প্রকৌশলী আনোয়ার জাহান