আগামীদিনের কর্ণধার শিশুদের প্রতিভা বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে-এটিএম পেয়ারুল ইসলাম

0
48
বিজয়ী ও অন্যন্য অংশগ্রহনকারীদের সাথে অতিথি বৃন্দদের দেখা যাচ্ছে।
পিভিউ ডেক্স
আগামীদিনের দেশের কর্ণধার হিসাবে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিশুদের প্রতিভা বিকাশে সুস্থভাবে গড়ে তোলার অনুকূল পরিবেশ দিতে হবে। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম গত শনিবার ২৫ তম রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। তিনি আরো বলেন, স্মার্ট ফোনের করালগ্রাসে শিশুরা মানসিকভাবে ভঙ্গুর হয়ে পড়েছে । এ থেকে পরিত্রাণে তাদের সুকুমারবৃত্তি চর্চায় মনোনিবেশ করাতে হবে। চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাস) এবং রোটারী ও রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদের আয়োজনে স্থানীয় সাফা আর্কেডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটিসহ বৃহত্তর চট্টগ্রামের প্রায় দেড় শতাধিক স্কুলের সহস্রাধিক ছাত্র-ছাত্রী এ প্রতিযোগিতায় অংশ নেয়। রোটারী ক্লাব অব ইসলামাদের সভাপতি সুমন বড়ুুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান আলোকচিত্র রিপোর্টার পাভেল রহমান এবং প্রধান বিচারক ও উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন, ক্লাস চেয়ারম্যান সাংবাদিক ওসমান গনি মনসুর। অন্যান্যদের মধ্যে আর বক্তব্য রাখেন, রোটারিয়ান, জাহেদ ইকবাল, শামীম মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ মিশকাত, আদিবা প্রমুখ। বিশেষ অতিথি পাভেল রহমান বলেন, শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিল্পকলার বিভিন্ন মাধ্যমে দীক্ষিত করলে তারা উজ্জ্বল ভবিষ্যতের দিক নির্দেশনা পাবে। এবারের প্রতিযোগিতায় গ্র্যান্ড এওয়ার্ড বিজয়ীরা হচ্ছে যথাক্রমে, ক) গ্রুপ: লুবাবা নুরতাজ আনতারা, ঐন্দ্রিলা চৌধুরী, জয়ীতা সাহা, খ) গ্রুপ: প্রাঞ্জল দাশ, সান্নিধ্যি চৌধরী, দেবাদিত্য ভৌমিক, গ) গ্রুপ : হামীম সারতাজ আনওয়া, সাফীরাহ মাকারিম, স্নেহা চৌধুরী । বিশেষ পুরস্কার বিজয়ীরা ক) গ্রুপে হচ্ছে, অদ্রিমা চৌধুরী, জয়তু বিশ্বাস, ত্রিধা চক্রবর্তী, ইন্দিরা বডূয়া, আইলান, রুফাইজে, জয়ব্রত বডূয়া , ত্রিপর্ণা, আহমদ শেহজাদ,লুবাবা বিনতে আরিফ আফিয়াত, শাফিউল মাহশারি শহীদী, খ) গ্রুপ : অথৈই ,অর্ঘ্যজিৎ, নবনীতা, সান্নিধ্য দে, আইনানি তাজরিয়ান, আরোধ্য ঘোষ, আদ্রি চৌধুরী, অরন্যা দাশ, সামারা হোসেন, ঔর্বাগ্নী চৌধুরী গ) গ্রুপ : অভ্রনীল, ফারিয়া আফরিন আসি, রনিত দাশ, সুমাইয়া আনেয়ার, শাহজাদী নাওরিন, অরিজৎ দত্ত, হ্লফিংউ মারমা, দেব দীব দত্ত, সাদিয়া ইসলাম, আজমাইমা, আফরিন তুল তুল, কাজী জান্নাতুল আদল, ফাইজা তানিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here