রাজধানীর সাতরাস্তা মোড়ে আ.লীগের শান্তি মিছিলের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু

0
41
ফাইল ছবি

পিভিউ অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের দুই দিনব্যাপী ‘শান্তি ও উন্নয়ন মিছিল’-এর দ্বিতীয় দিনের কর্মসূচি  ঢাকার সাতরাস্তা মোড় এলাকায় শুরু হয়েছে।

বুধবার বিকাল ৪টায় দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের ঢাকা উত্তর মহানগর শাখা।

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির এক দফা আন্দোলনের প্রতিক্রিয়ায় এ কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন দলটি।

বিএনপির ‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রচেষ্টা’ প্রতিহত করতে আওয়ামী লীগ মিছিল বের করবে।

সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের ঢাকা উত্তর শাখার সভাপতি বজলুর রহমান; শোভাযাত্রা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

একটি মিছিল সাতরাস্তা, তিব্বত, নাবিস্কো এবং মহাখালী বাস টার্মিনাল অতিক্রম করবে।

এছাড়া রাজধানীর বাইরেও মিছিল করছে ঢাকা জেলা আওয়ামী লীগ।

গতকাল দলটির ঢাকা দক্ষিণ মহানগর শাখা একটি মিছিল বের করে যা শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাবরেটরি ও কলাবাগান হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here