পিভিউ অনলাইন ডেস্ক : ঈদের আগে থেকে পেঁয়াজের হঠাৎ বাড়তি দর ঈদ শেষে ছুটছে ‘রকেট গতিতে’। মূল্যস্ফীতির চাপে থাকা ভোক্তাদের ওপর তৈরি করছে নতুন চাপ।
সরকার বলছে, বাজার ঠাণ্ডা করতে দরকারে আমদানির দুয়ার খুলে দেওয়া হবে। কিন্তু মন্ত্রণালয় ১০ দিনেও বসতে পারেনি। তাতে থেমে থাকেনি দাম বাড়ার গতি।
সরকারি বিপণন সংস্থা টিবিসির হিসাবে এক মাস আগে খুচরায় দেশি পেঁয়াজের দর ছিল ৩০ টাকা। সরকার প্রথম যখন আমদানির কথা বলেছিল, তখন দাম ছিল ৫০ টাকার ঘরে। এখন তা বড় বাজারে ছুঁয়েছে ৮০ টাকা, এলাকার দোকানে ৯০।
দেশের বাজারে শুধু এক সপ্তাহে দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ থেকে ২৫ টাকা। অথচ প্রতিবেশী ভারতে এই টাকায় মিলছে ৫ কেজিরও বেশি।
দেশটির বিভিন্ন বাণিজ্যিক পোর্টালে দেখা যাচ্ছে, সেখানে মান ও জাতভেদে কেজিপ্রতি দাম ৫ থেকে ১২ রুপি। বাংলাদেশি টাকায় তা ৭ থেকে ১৫ টাকা।
সম্পাদনা-এসপিটি