মিয়ার পাহাড় থেকে ৩২ পরিবারকে উচ্ছেদ

0
294

পিভিউ ডেস্ক :   নগরের রৌফাবাদ এলাকা সংলগ্ন মিয়ার পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা ৩২টি পরিবারকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এ সময় ১১টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) পরিচালিত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আফরিন মোস্তফা এবং চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফোরকান এলাহি অনুপম।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফোরকান এলাহি অনুপম  জানান, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রৌফাবাদ এলাকা সংলগ্ন মিয়ার পাহাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা ৩২টি পরিবারকে উচ্ছেদ করা হয়।

অভিযানে সিএমপি, র‍্যাব, কর্ণফুলি গ্যাস লিমিটেড, পিডিবি, ওয়াসা, সিডিএ, সিটি করপোরেশনের প্রতিনিধি এবং পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here