নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

0
55

পিভিউ অনলাইন ডেস্ক : প্রাপকের কাছে পৌঁছানোর পর মুছে যাওয়া বার্তা বা ‘ডিজঅ্যাপেয়ারিং মেসেজ’সংক্রান্ত নতুন একটি ফিচারের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারী চাইলে এখন তাঁদের আলাপচারিতায় (চ্যাট) ‘ডিজঅ্যাপেয়ারিং মেসেজ’ রেখে দিতে পারবেন। তবে কোন কোন বার্তা প্রাপক রেখে দিতে পারবেন, তা ঠিক করে দেওয়ার ক্ষমতা থাকবে বার্তা প্রেরকের হাতে। নতুন এ ফিচারের নাম দেওয়া হয়েছে ‘কিপ ইন চ্যাট’।

নতুন এ ফিচার ছাড়াও হোয়াটসঅ্যাপ আইওএস প্ল্যাটফর্মের জন্য নতুন হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে। এতে স্টিকার তৈরির করার নতুন টুল যুক্ত হয়েছে।

হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক এক ব্লগ পোস্টে বলা হয়েছে, বার্তা আদানপ্রদানে ‘ডিজঅ্যাপেয়ারিং মেসেজ’ পাঠালে তা স্থায়ীভাবে থাকে না। কিন্তু এখন ব্যবহারকারী চাইলে দরকারি তথ্য কিপ ইন চ্যাট ফিচারের মাধ্যমে রাখতে পারবেন। তবে এটি নির্ভর করবে বার্তা প্রেরকের ওপর। কেউ যদি কোনো বার্তা সংরক্ষণ করেন, তবে বার্তা প্রেরক তা জানতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here