৪১০ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে জেদ্দা গেলো বিমান

0
302

পিভিউ ডেস্ক :   শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইটে জেদ্দা গেছেন ৪১০ জন। রোববার (৭ জুলাই) বিকেল ৪টা ৩২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ৩২০৯’ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে উড্ডয়ন করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খায়রুল কবির  সংবাদ মাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার সৌদি আরবের জেদ্দা ও মদিনায় মোট ১৯টি হজ ফ্লাইট যাওয়ার শিডিউল রয়েছে। এর মধ্যে জেদ্দায় যাবে ১২টি, মদিনায় ৯টি।

তিনি জানান, চট্টগ্রাম থেকে হজের জন্য নির্ধারিত ১৯টি ফ্লাইটের বাইরে আরও ১২টি শিডিউল ফ্লাইটে হজযাত্রীরা যাবেন। শাহ আমানত থেকে ১০ হাজার হজযাত্রী নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতিমধ্যে হজ ফ্লাইটের ৯ হাজার ৮০০ টিকিট বিক্রি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here