শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য চট্টগ্রামে ১০ গুণী ব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ ২০২১ ও ২০২২ প্রদান

0
62

পিভিউ অনলাইন ডেস্ক : আজ ২ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রামে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা শিল্পকলা একাডেমি অনিরুদ্ধ মুক্ত মঞ্চে শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেয়া হলো ১০ গুণিজনকে৷

বাংলাদেশের শিল্প–সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা জ্ঞাপন করার লক্ষ্যে শিল্পকলার বিভিন্ন শাখায় অসামান্য অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম প্রতিবছর ৫ জন গুণিব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ প্রদান করে থাকে। করোনার কারণে ২০২১ সালেরটাও এবার ২০২২ সালের গুণীজনদের সাথে দেওয়া হচ্ছে।

এবারে ২০২১ সালের নাট্যকলা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন প্রদীপ দেওয়ানজী, কণ্ঠসংগীতে কল্পনা লালা, নৃত্যকলায় কৃষ্ণা বিশ্বাস, চলচ্চিত্রে নাজিমুদ্দীন শ্যামল, আবৃত্তিতে মিলি চৌধুরী। ২০২২ সালের লোকসংস্কৃতিতে কল্পতরু ভট্টাচার্য, ফটোগ্রাফিতে বীর মুক্তিযোদ্ধা দেব প্রসাদ দাস, চারুকলায় সৌমেন দাশ, কণ্ঠসংগীতে মো. মোস্তফা কামাল, নাট্যকলায় সনজীব বড়ুয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন নাট্যকলায় একুশে পদক প্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ ছাড়া আরো বক্তব্য রাখেন মোহাম্মদ আবু রায়হান দোলন, অতিরিক্ত জেলা প্রশাসক,চট্টগ্রাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, কালচারাল অফিসার মোসলেম উদ্দিন শিকদার৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব ফারুখ তাহের৷ আলোচনা অনুষ্ঠানের শেষে সম্মানিত গুণিজনদের হাতে উত্তরীয়,সম্মাননা পদক, প্রশংসা পত্র ও ২০০০০ টাকার চেক তুলে দেয়া হয়৷ সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক দল৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here