চট্টগ্রামে নেপাল এয়ারলাইন্সের ফ্লাইটের জরুরি অবতরণ 

0
62

পিভিউ অনলাইন ডেস্ক : চট্টগ্রাম, ৩০ নভেম্বর, ২০২২,  ফায়ার ওয়ার্নিংয়ের কারণে ১৫০ জন যাত্রী নিয়ে নেপাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করে বলে বিমানবন্দরের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নেপাল থেকে ১৫০ যাত্রী নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। এতে ৯ জন ক্রু ছিলেন। পথে ফায়ার ওয়ার্নিং দেখা দেয়ায় ওই ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার তসলিম আহম্মেদ জানান, প্লেনে ফায়ারিং এলার্ম বেজে উঠায় ওই ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ওই ফ্লাইটের সকল যাত্রী নিরাপদে রয়েছেন। ত্রুটিমুক্ত হলে ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here