বিতর্ক মানুষকে সৃজনশীল হতে সাহায্য করে : চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী

0
64

পিভিউ অনলাইন ডেস্ক : ২৫ নভেম্বর ২০২২ , শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিতর্ক মানুষকে সৃজনশীল হতে সাহায্য করে। আর ইংরেজি বির্তকের মাধ্যমে শিক্ষার্থীদের যেমন যোগাযোগ দক্ষতা বাড়বে, তেমনি তাদের মধ্যে গবেষণা চর্চাও বাড়বে।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত প্রথম আন্তঃস্কুল ইংরেজি জতীয় বিতর্ক প্রতিযোগিতর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল একথা বলেন।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ড্রামা স্টুডিওতে বাংলাদেশ টেলিভিশনের ডেপুটি মহাপরিচালক (বার্তা) অনুপ কুমার খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিয়ানমারের সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) এমদাদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আকতার।
প্রধান অতিথি আরো বলেন, এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের একাডেমিক জীবনে সহায়ক হবে। চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ে এই ধরনের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজকদের ভূয়সী প্রশাংসা করেন তিনি।
অন্যান্য বক্তারা বলেন, সাধারণত জাতীয় পর্যায়ে বাংলা বিতর্ক প্রতিযোগিতা হয়ে থাকলেও ইংরেজি বিতর্ক খুবই কম হয়ে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত ও যোগাযোগ দক্ষতা বাড়বে বলে মনে করেন বক্তারা। চট্টগ্রামসহ সারাদেশের ৬৪ টি স্কুল এই ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান প্রযোজনা করছেন ইলন সফির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here