পিভিউ অনলাইন ডেস্ক : চট্টগ্রামে ১৩৩টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯.৭৭ শতাংশ।
বুধবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বিআইটিআইডি ল্যাবে ২৯টি নমুনা পরীক্ষা করে ২ জন, চমেক ল্যাবে ২০টি নমুনার মধ্যে ৬ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৯টি নমুনার মধ্যে ১ জন, আরটিআরএল ল্যাবে ১টি নমুনা পরীক্ষায় ১ জন, ইপিক হেলথ কেয়ারে ১৬টি নমুনা পরীক্ষায় ২ জন, এভারকেয়ার হাসপাতালে ৩টি নমুনার মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়।
সম্পাদনা-এসপিটি