পিভিউ অনলাইন ডেস্ক : এতদিন যারা প্রমত্তা পদ্মা পাড়ি দিয়েছেন নৌকা, লঞ্চ বা স্পিডবোটে করে; তাদের মনে ছিল আতঙ্ক ও জীবনের ঝুঁকি। রোববার (২৬ জুন) নতুন দিনের সূচনা করলেন তারা।
সেতু দিয়ে প্রথমবার পদ্মা পার হয়েছেন তারা, প্রকাশ করেছেন উচ্ছ্বাস।
শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার সকাল ৬টা থেকে এতে জনসাধারণের জন্য যান চলাচল উন্মুক্ত করা হয়।
যান চলাচলের জন্য সকালেই খুলে দেওয়া হয় টোল প্লাজাও। সেতু পাড়ি দিতে ভিড় লেগে যায় দুই প্রান্তে। তবে টোল প্লাজার চিত্র ছিল ভিন্ন। অল্প সময়ে টোল দিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাতা করে যানবাহনগুলো।
নতুন সেতুতে পদ্মা পার হয়ে সময় বেঁচেছে। অল্প সময়ে পদ্মা পার হয়েও খুশি সবাই। সাইফুল ইসলাম নামে এক যাত্রী জানান, তিনি মাদারীপুর থেকে ঢাকা এসেছেন মাত্র এক ঘণ্টা ৪০ মিনিটে। গ্রামের বাড়ি থেকে সরাসরি অফিস করার প্রথম দিন তার। তাই উচ্ছ্বাসও বেশি।
সম্পাদনা-এসপিটি