সরবরাহ বাড়ায় আরো কমলো চালের দাম

0
97

পিভিউ অনলাইন ডেস্ক : সরবরাহ বাড়ায় পাইকারীতে আরো কমেছে চালের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরণের চালের দাম বস্তায় কমেছে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, উত্তরাঞ্চলের মোকামগুলো আগে চাল সরবরাহ কমিয়ে দিয়েছিল, তবে কয়েক সপ্তাহ ধরে বাজারে বেড়েছে সরবরাহ। এর ফলে চালের বাজার এখন নিম্নমুখী।

নগরীর দুই বৃহৎ চালের আড়ত চাক্তাইয়ের চালপট্টি ও পাহাড়তলীতে খোঁজ নিয়ে জানা যায়, গত দুই দিনের ব্যবধানে বাজারে সব ধরণের সরু চালের দাম বস্তায় সর্বোচ্চ ১৫০ টাকা কমে গেছে। এর মধ্যে জিরাশাইল সিদ্ধ, নাজিরশাইল সিদ্ধ, মিনিকেট সিদ্ধ এবং কটারিভোগ সিদ্ধ, স্বর্ণা সিদ্ধ, বেতি আতপ, পাইজাম আতপ, মিনিকেট আতপ, কাটারীভোগ আতপ, মোটা সিদ্ধ চাল অন্যতম। এসব চালের সিংহভাগ আসে উত্তরাঞ্চলের দিনাজপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, মেহেরপুর এবং কিশোরগঞ্জের আশুগঞ্জ থেকে।

সম্পাদনা-এসপিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here