পিভিউ অনলাইন ডেস্ক : পাম তেলের শীর্ষ রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে পাম তেলের দাম আরো কমেছে। তবে পাইকারিতে সয়াবিন তেলের দাম এখনো অপরিবর্তিত রয়েছে।
খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি বন্ধ করার পর মালয়েশিয়া থেকে পাম তেলের আমদানি বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। তবে আজ (গতকাল) ইন্দোনেশিয়া সরকার পাম তেল রপ্তানি ফের চালু করার সিদ্ধান্ত দেয়ায় দাম আরো কমার সম্ভাবনা রয়েছে। তবে সয়াবিনের ক্ষেত্রে সাপ্লাই চেনে এখনো একটু ঝামেলা রয়ে গেছে।
এদিকে গতকাল খাতুনগঞ্জের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুইদিন আগে প্রতি মণ (৩৭ দশমিক ৩২ কেজি) পাম তেল বিক্রি হয়েছে ৬ হাজার ২০০ টাকায়। বর্তমানে সেটি ৩০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫ হাজার ৯০০ টাকায়।
সম্পাদনা-এসপিটি