ছয় উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে

0
260

পিভিউ অনলাইন ডেস্ক : চট্টগ্রামে ছয় উপজেলায় (সীতাকুণ্ড, সন্দ্বীপ, কর্ণফুলী, আনোয়ারা, পটিয়া ও লোহাগাড়া) ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। এই ছয় উপজেলায় আজ থেকে ৯ জুন পর্যন্ত চলবে হালনাগাদ কার্যক্রম।

এরপর ১০ জুন থেকে শুরু হবে নিবন্ধন (ছবি তোলা) কার্যক্রম। আজ থেকে ২০ দিন পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। এবার ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ ১৬ বছর বয়সীদের তথ্যও নেওয়া হবে। যারা পরে বয়স ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।

তারা ভোটার তালিকায় যুক্ত হবেন ২০২৪ ও ২০২৫ সালে। বাড়ি বাড়ি গিয়ে ইসি নিয়োজিত কর্মীরা তথ্য নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আঙুলের ছাপ, চোখের আইরিশ দিয়ে এবং ছবি তুলে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

পিভিউ অনলাইন ডেস্ক :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here