পিভিউ অনলাইন ডেস্ক : চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দশম শতরান পূর্ণ করলেন বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। মধ্যাহ্ন বিরতির আগে তামিম ৮৯ রানে অপরাজিত ছিলেন। বিরতি থেকে ফিরে তার তিন অঙ্কের ঘরে পৌঁছতে বেশি সময় লাগেনি। এর আগে ব্যক্তিগত ৫৮ রানে বিদায় নিয়েছেন তামিমের সঙ্গে থাকা মাহমুদুল হাসান জয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১১১ রানে তামিম ও ২ রানে ব্যাট করছেন মমিনুল হক।
তামিম নিজের শতক পূর্ণ করেছেন ১৬২ বলে। বাংলাদেশের ইনিংসের ৫২তম ওভারে আসিতার ফার্নান্দোর বলেই স্কয়ার লেগের দিকে ঠেলে দিয়েই মাইল ফলকে পৌঁছে যান তামিম। এর আগে আহ প্রথম সেশনেই মুশফিকুর রহিমকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তিনি।
আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। সকালে ব্যাট করতে নামার সময় ফিফটি থেকে ১১ রান দূরে ছিলেন বাংলাদেশের ওপেনার তামিম। তবে ফিফটি তুলে নিতে খুব বেশি সময় লাগেনি তার। দিনের পঞ্চম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি, খেলেছেন ৭৩ বল।
সম্পাদনা-এসপিটি