পিভিউ অনলাইন ডেস্ক : নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ মে) রাত সাড়ে ৮টার দিকে টেরিবাজার এলাকার আল বয়ান রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, রাতে গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ৪৯ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) মুজাহিদুল ইসলাম বলেন, নাশকতার পরিকল্পনার সময় ৪৯ জনকে আটক করা হয়েছে।
সম্পাদনা-এসপিটি