পিভিউ অনলাইন ডেস্ক : সয়াবিন তেলসহ নিত্য পণ্য নিয়ে আজ সোমবার টিসিবির ট্রাক নামার কথা থাকলেও তা নামছে না। গত বৃহস্পতিবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ডে পণ্য বিপণনের প্রস্তুতির জন্য এই মাসে ট্রাক সেল হবে না। টিসিবির ট্রাক সেলে ১১০ টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বিক্রির কথা ছিল, যেখানে বাজারে দাম ২০০ টাকার কাছাকাছি। এছাড়া টিসিবির ট্রাকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ টাকা এবং ছোলা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছিল।
গত এপ্রিল মাসের শেষে রোজার মধ্যে ট্রাক সেলে বিপণন বন্ধ করার পর ঈদের সরকারি এই সংস্থা জানিয়েছিল, ১৬ মে থেকে সারাদেশে সব মহানগরী, জেলা ও উপজেলায় ৩০০টি খোলা ট্রাকের মাধ্যমে বিক্রি শুরু হবে। তা শুরুর এক দিন আগে বিক্রি স্থগিতের ঘোষণা এলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ-বাস্তবায়নের জন্য চলতি মাসের ১৬ থেকে ৩০ মে পর্যন্ত স্বল্প পরিসরে সাধারণ ট্রাকসেল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আগামি জুন মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের পরিবারকে টিসিবি ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, মশুর ডাল, চিনি দেবে।
সম্পাদনা-এসপিটি