পিভিউ অনলাইন ডেস্ক : নিউইয়র্কের বাফেলোতে শনিবার একটি মুদিখানায় ভারী অস্ত্রসজ্জিত ১৮ বছর বয়সের এক ব্যক্তি ‘জাতিগত উদ্দেশ্যমূলকভাবে’ ১০ জনকে গুলি করে হত্যা করেছে। এ দৃশ্য সে ক্যামেরায় সরাসরি প্রচার করে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
বাফেলো পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, এ হত্যাযজ্ঞের পর বন্দুকধারীকে গ্রেফতার করা হয়। সে বর্ম ও হেলমেট পরিহিত ছিল।
গ্রামাগলিয়া এ বর্বর হামলার ঘটনায় ১০ জন নিহত ও তিনজন আহত হওয়ার কথা জানান। এদের মধ্যে ১১ জনই আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক।
গ্রামাগলিয়া বলেন, ওই বন্দুকধারী টপস সুপারমার্কেটের পার্কিংয়ে চারজনকে গুলি করে। এদের মধ্যে তিনজন নিহত হন। পরে সে ভিতরে ঢুকে পড়ে অব্যাহতভাবে গুলি বর্ষণ করতে থাকে।
মুদিখানার অভ্যন্তরে নিহতদের মধ্যে সেখানে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করা অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা রয়েছেন।
সম্পাদনা-এসপিটি